বর্তমানে থার্মাল স্ক্যানার রয়েছে ১১টি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 18:20:07

স্বাস্থ্য অধিদপ্তরকে ৫টি থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে সামিট গ্রুপ। বর্তমানে থার্মাল স্ক্যানারের মোট সংখ্যা ১১।

বুধবার (১১ মার্চ) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন উপহার পাওয়া পাঁচটি থার্মাল স্ক্যানারের একটি রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর একটি ও সিলেটের ওসমানী বিমান বন্দরে একটি, চট্টগ্রাম পোর্ট ও বেনাপোল স্থলবন্দরে দুটি বসানো হবে।

তিনি বলেন, সোমবার যাত্রীদের চাপে সক্রিয় একটি থার্মাল স্ক্যানারের আর্চওয়ে ভেঙে যায়। মঙ্গলবার দুপুরে সেটি মেরামত করে কার্যকর করা হয়েছে।

নতুন পাঁচটি স্ক্যানার উপহার পাওয়ায় সামিট গ্রুপকে বিশেষভাবে ধন্যবাদ জানান আইইডিসিআর পরিচালক।

এ সম্পর্কিত আরও খবর