চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 05:26:46

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে চাঁদপুরে প্রতিষ্ঠিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া আইনে ৫৪টি ধারা রয়েছে। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে ৯ ধারায় মহামান্য চ্যান্সেলর, ১০-১১ ধারায় ভাইস চ্যান্সেলর ও তার দায়িত্ব, ১২ ধারায় প্রো-ভাইস চ্যান্সেলর, ১৩ ধারায় ট্রেজারার, ১৮-২০ ধারায় সিন্ডিকেট, ২১-২২ ধারায় একাডেমিক কাউন্সিল এবং ২৯ ধারায় অর্থ কমিটি সম্পর্কিত বিধান সন্নিবেশিত আছে।

এ সম্পর্কিত আরও খবর