প্রেসক্লাব লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 22:18:36

জাতীয় প্রেসক্লাব লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। এই কর্নারে মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে।

শনিবার (১৪ ডি‌সেম্বর) দেশ বরেণ্য সাংবাদিকদের উপস্থিতিতে ফিতা কেটে কর্নারটি উদ্বোধন করা হয়।

মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনের পর জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, আজ প্রেসক্লাবের জন্য এক ঐতিহাসিক দিন। এইদিনে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে এদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। আজকের অনুষ্ঠানে দেশ বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতি প্রমাণ করে তাদের সিদ্ধান্ত ভুল ছিল।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারবারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, শাবান মাহমুদ, আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর