‘বাসযোগ্য নগরী গড়তে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে হবে’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 02:09:22

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘রাজধানীকে বাসযোগ্য নগরী গড়ে তুলতে হলে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে হবে। আমরা যে ডেমোগ্রাফিক মাস্টার প্ল্যান তৈরি করেছি তা বাস্তবায়ন হলে রাজধানীর উন্নয়নের সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা যাবে এবং বাসযোগ্য নগরী তৈরি হবে।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁয়ে প্যান প্যাসিফিক হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত ঢাকাকে বাসযোগ্য নগরী করতে সকলের মধ্যে সমন্বয় করে ‘মেট্রো ঢাকা’ গড়ে তোলার বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘রাজধানীতে সুপেয় পানি, পয়োনিষ্কাশন, পানি শোধনাগার, বর্জ্য ব্যবস্থাপনা এসবের কাজ করা হচ্ছে। তবে আমাদের এসব কাজ করতে চ্যালেঞ্জ রয়েছে। তাই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে এগুলোর সমন্বয় আসবে এবং ধাপে ধাপে আরও উন্নত হবে।’

উন্নয়নের কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘ধীরে ধীরে আমাদের উন্নয়ন হচ্ছে। পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে। সকল জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্রামের মানুষও শহরের মত সুবিধা পাচ্ছে। এই উন্নয়ন ধরে রাখতে আমাদের আরও কাজ করে যেতে হবে।’

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘রাজধানীবাসীকে ভালো জীবনযাত্রা দিতে আমরা সারাক্ষণ কাজ করে যাচ্ছি। রাজধানীর উন্নয়নে আরও সরকারি সংস্থা কাজ করছেন, আমরা সিটি করপোরেশনসহ সকলের সমন্বয়ে একটি পরিকল্পনায় কাজ করে যাচ্ছি। মেট্রো ঢাকা আমাদের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম হবে রাজধানীর উন্নয়নে।’

এসময় বিশ্বব্যাংকের সাসটেইনেবল ডেভেলপমেন্টের রিজনাল ডিরেক্টর মিঃ জন রুমি বলেন, ‘ঢাকা মেট্রো এমন একটি প্ল্যাটফরম হবে। যার মাধ্যমে ঢাকা সিটি সহ সকলের মধ্যে সমন্বয় করা যাবে।’

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের যে স্বপ্ন অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে, সেটাকে অর্জনের জন্য ঢাকাকে নিয়ে চিন্তা করা খুব জরুরি। তাই সময় এসেছে ঢাকাকে নিয়ে চিন্তা করার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি টেম্বন, ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের মেয়রগণ।

এ সম্পর্কিত আরও খবর