মশারি জাল বন্ধ করতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 22:52:01

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, কারেন্ট জালের মতো মশারি জাল নিয়ে ভাবার সময় এসেছে, যদিও মশারি জাল নিয়ে আইন আছে। আমার মনে হয়, মশারি জালকে পুরো নিয়ন্ত্রণ করা গেলে নদীতে মাছের পরিমাণ আরও বেড়ে যাবে।

তিনি বলেন, এই জালে শুধু ইলিশ মাছ নয়, এই জালের কারণে সব ধরনের পোনা মাছ নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় নদী-নালা, খাল-বিলে মাছই পাওয়া যাবে না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, একটি মা ইলিশ ১০ থেকে ১২ লাখ ডিম দেয়। প্রতিটি ডিম মাছ হলে নদীতে মানুষ নামতে পারত না। কিন্তু প্রকৃত চিত্র হল- নদীতে মাছ কম, আকারেও ছোট।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মন্ডলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদফতর বাংলাদেশের মহাপরিচালক কাজী শামস আফরোজ।

এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ (ব্লু-ইকোনমি) যুগ্ম সচিব তৌফিকুল আরিফ এবং ইকোফিশ-বাংলাদেশ প্রকল্পের টিম লিডার আবদুল ওহাব। প্রবন্ধ উপস্থাপনা করেন বিজ্ঞানী জলিলুর রহমান। 

এ সম্পর্কিত আরও খবর