আন্তর্জাতিক আইন মেনে সমুদ্র আইন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম,ঢাকা | 2023-08-28 16:25:47

বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন-২০১৯ এর খসড়া অনুমোদন করা হয়েছে। সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী এ অনুমোদন করা হয়।  

সোমবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা জানান।

তিনি বলেন, ‘পৃথিবীতে যখন এ বিষয়ে কোন আইন সৃষ্টি হয়নি, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আইন পাস করেন। পরবর্তীতে ভারত, পাকিস্তান, নরওয়েসহ পৃথিবীর বিভিন্ন দেশ একই ধরনের আইন পাস করে। ১৯৮২ সালে জাতিসংঘ ‘মেরিটাইম জোন অ্যাক্ট’ গ্রহণ করে।’

ড. মোমেন বলেন, ‘সমুদ্র বিষয়ক এ আইন থাকার ফলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ১ লাখ ১৮ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সুদূরপ্রসারী এ আইন পাস করার ফলে বাংলাদেশ উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল এলাকা পর্যন্ত বাংলাদেশের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া নর্থ পোল পর্যন্ত বাংলাদেশের অধিকার নিশ্চিত হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর