বিমানের সাবেক এমডি-সিইওসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 23:55:45

২০১৮ সালের ক্যাডেট পাইলট নিয়োগের ক্ষেত্রে অনিয়ম এবং বিধিমালা ভঙ্গ করে স্বজনপ্রীতির মাধ্যমে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল মুনীম মোসাদ্দিক আহমেদসহ উচ্চপদস্থ সাবেক ও বর্তমান চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। 

অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাইফুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সাবেক এমডি ও সিইও আবুল মুনীম মোসাদ্দিক আহমেদ, পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, সাবেক পরিচালক (প্রশাসন) পার্থ কুমার পন্ডিত (বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের-বিএটিসি অধ্যক্ষ) এবং বিমানের ব্যবস্থাপক (নিয়োগ) ফখরুল হোসেন চৌধুরী।

দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর-২০।

এ সম্পর্কিত আরও খবর