‘২০৪১ সালে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 13:28:19

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আগামীকাল একনেকের বৈঠক রয়েছে। সে বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে বড় প্লেন নিয়ে যাচ্ছি। যেখানে ২০৪১ সাল নাগাদ আমাদের মাথাপিছু আয় দাঁড়াবে সাড়ে ১২ হাজার ডলার।’

তিনি বলেন, ‘আগামী ২০৪১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৭০তম জয়ন্তী উদ্‌যাপন করবে। আশা করছি বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় প্রায় ১২ হাজার ডলারে উন্নীত হবে।’

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমিতে (এনএপিডি) পরিকল্পনা এবং উন্নয়ন বিষয়ক প্রথম আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এদেশ আমাদের হাতে আছে, আমাদের হাতেই থাকবে। আমাদের মত করে আমরা এই দেশ গড়বো। দেশের সকল নাগরিককে ন্যায়বিচার ও সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার সৃষ্টি করে দিতে হবে।’

তিনি বলেন, ‘দেশের নাগরিক যেন মনে করেন প্রধান ব্যক্তি যে মর্যাদা ভোগ করেন, তিনি নিজেও সে মর্যাদা ভোগ করতে পারবেন। এ কাজটি আমাদের জন্য দুরূহ হলেও, এর জন্য আমাদের অনেক পরিকল্পনা করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জনগণের অর্থ সঠিক জায়গায় ব্যয় করতে হবে। আমাদের দেশের অভ্যন্তরে যে সকল নাগরিক অন্যায়ভাবে বঞ্চিত অবস্থায় আছে তাদেরকে বঞ্চনা থেকে মুক্ত করতে হবে। আমরা একটি সম্ভাবনাময় জাতি, দাস জাতি থেকে সভ্য জাতিতে এসেছি।’

তিনি বলেন, ‘প্রতিবছর দেশের অফিসাররা ঝাঁকে ঝাঁকে বিদেশে ট্রেনিংয়ে যাচ্ছে। আশার বিষয় হলো এখন বাংলাদেশেও অন্যান্য দেশ থেকে ট্রেনিংয়ের জন্য আসে। আমাদের প্রধানমন্ত্রী গবেষণা, শিক্ষাদীক্ষা ক্ষেত্রে অনেক গুরুত্ব দিয়ে থাকেন। একনেকের বৈঠকে তিনি আক্ষেপ করেন বলেন, কেন আমার কাছে গবেষণার প্রপোজাল নিয়ে কেও আসে না। গবেষণা খাতে শেখ হাসিনা পয়সা খরচ করার জন্য উন্মুখ হয়ে বসে আছেন।’

এম এ মান্নান বলেন, ‘ জনগণ যেন ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি এবং মর্যাদা অর্জন করতে পারে সে কাজটি আমরা করে যাচ্ছি। বর্তমান প্রধানমন্ত্রী যিনি আমাদের দলের প্রধান, তার বার্তা হলো পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় কাজ করে দেশটাকে মূলধারায় ফিরিয়ে আনতে হবে।’

অনুষ্ঠানে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমি এডিশনাল ডিরেক্টর জেনারেল এ এ এম নাসিহুল কামাল, সিনিয়র সেক্রেটারি ড. শামসুল আলম, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমি ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর