রোহিঙ্গা ইস্যুর রাজনৈতিক সমাধান চান মুন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম ঢাকা | 2023-08-24 23:10:58

রোহিঙ্গা ইস্যুর রাজনৈতিক সমাধান চান জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে শনিবার (২৩ নভেম্বর) হোটেল রেডিসন ব্লুতে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১১টায় বৈঠকটি শুরু হয়।

মুন বলেন, আমি মিয়ানমারকে অনুরোধ করবো তারা যেন অতিদ্রুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যায়। মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বিশ্বাস অর্জন করে নিরাপদে তাদের নিয়ে যাওয়া। 

জাতিসংঘের সাবেক মহাসচিব বলেন, কিছুুুদিন আগে আমি কক্সবাজারে গিয়েছিলাম সেখানে রোহিঙ্গাদের অবস্থা দেখে দুঃখ পেয়েছি। ১.২ মিলিয়ন মানুষ এত কম জায়গায় কি করে আছে।

তিনি বলেন, এই ধরনের সমস্যা বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। তাই বিশ্বের অন্য দেশগুলো কেউ এগিয়ে আসতে হবে। 

রোহিঙ্গা ইস্যু ছাড়াও বিভিন্ন বিষয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ঢাকায় এসেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।

চলতি বছরের জুলাইয়ে জলবায়ু বিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন বান কি মুন। সে সময় রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার গিয়েছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর