মোহামেডান শীর্ষ কর্তা ও বিসিবি পরিচালক লোকমান মদসহ আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 10:30:25

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়াকে মাদকসহ আটক করেছে র‌্যাব।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ সময় তার বাড়িতে বিপুল মাদকদ্রব্য পাওয়া গেছে।

bcb
র‌্যাব দেখে লোকমান হোসেনের বাড়ির সামনে কয়েকজন দাঁড়িয়ে আছেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম



র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, লোকমানকে র‍্যাব-২ এর প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। লোকমান আটক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অনুমোদনহীন মাদক রাখায় তাকে আটক করা হয়েছে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

এ সম্পর্কিত আরও খবর