জামালপুরে আইনজীবীকে হত্যাচেষ্টা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2025-01-23 15:17:54

জামালপুরের মেলান্দহ উপজেলায় এডভোকেট নাসরিন সুলতানা শিখা (সদস্য ঢাকা বার কাউন্সিল)-ও তার মায়ের উপর নির্মম বর্বরতা, হামলা ও হত্যাচেষ্টাকারী আওয়ামীপন্থি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল ১১টা দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের ফুলতলা সরুলিয়া এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল গফুর প্রমুখ।

বক্তারা বলেন, গত রবিবার ১৯ জানুয়ারি দুপুরে জমি নিয়ে বিরোধে আওয়ামী সন্ত্রাসী ওয়াজকুরুনি, গদাই ও মাইনুদ্দিন খাজা গং ঢাকা জর্জ কোর্টের আইনজীবী নাসরিন সুলতানা শিখা ও তার মায়ের উপর হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে তারা দুজন পাঁচ দিন হলো জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তার ভাই নাজমুল হুদা বাদী হয়ে মেলান্দহ থানায় ৭ জনকে আসামী করে মামলায় দায়ের করলে মাইনুদ্দিন খাজা নামে একজন গ্রেফতার হয়। গ্রেফতার মাইনুদ্দিন খাজাসহ পাচ আসামী জামিনে বের হয়ে তারাসহ বাকী আসামীরা তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করার দাবি জানান।

আহত ওই আইনজীবীর ছোট ভাই সামিউল হক সাব্বির বলেন, আমার এক প্রতিবন্ধী বোন ও মা বাড়িতে থাকে আমরা তিন ভাইবোন ঢাকায় থাকি আমার এডভোকেট বোন বাড়ীতে বেড়াতে আসে এ সুযোগে গত রবিবার তাদেরকে পেয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায়। থানায় মামলা করার পর আসামীরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা পরিবার লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। আসামীদের বিচার চাই।

অভিযুক্তদের বক্তব্য নিতে একাধিকবার মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় একটা মামলা দায়ের হয়েছিল। একজন গ্রেফতার হয়েছিল। পাঁচজন আত্মসমর্থন করে জামিনে আসে। হুমকির বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর