কব্জি কাটা গ্রুপের সদস্য ও ছিনতাইকারী পাগলা নাসিরসহ গ্রেফতার ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত আসামি / ছবি: সংগৃহীত

আটককৃত আসামি / ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় চলমান ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে ‘কব্জিকাটা গ্রুপ’ এর সদস্য পাগলা নাসিরসহ চারজন ছিনতাইকারী’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।


গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নাছির ওরফে পাগলা নাসির (২৮)  মোঃ শাহীন ওরফে মোটা শাহীন (৩২), মোঃ আল আমিন (৩০) এবং মোঃ শহীদুল ইসলাম আপন (২৫)।

বিজ্ঞাপন


এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুড়ি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। 


বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা এএসপি খান আসিফ তপু।

বিজ্ঞাপন


তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ ছিনাতাইকারীরা প্রস্তুতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থান গুলোতে র‌্যাব-২ এর একাধিক আভিযানিক দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত পাগলা নাসিরকে জিজ্ঞাসাবাদে জানায়, সে ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম সদস্য আনোয়ারের সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় ৮টি মামলা রয়েছে। পাগলা নাসির চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এছাড়া, গ্রেফতারকৃত অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সাথে জড়িত।


 গ্রেফতারকৃতদের হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র‌্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে। 


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।