রংপুরে শুরু হতে যাচ্ছে ৮ দিনব্যাপী নাট্যোৎসব
"বিনোদনের জন্য নাটক, সমতার প্রয়োজনে নাটক" এই শ্লোগানকে সামনে রেখে রংপুর পদাতিক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ৮ দিনব্যাপী নাট্যোৎসব শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে ৮ দিনব্যাপী নাট্যোৎসব নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে নির্বাচন করা হয়েছে রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের সেরা ৮টি দলের সেরা ৮টি মঞ্চনাটক। এসব নাটকে যেমন বাংলাদেশের সংস্কৃতির শেকড় সন্ধানের গল্প আছে, তেমনি আছে বাঙ্গালির সংগ্রামের গল্প। আছে কখনো নিছক বিনোদন আবার কখনো সমতার সমাজ গড়ার স্বপ্ন আর বিপ্লবের গল্প। দর্শকগণ প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দর্শনীর বিনিময়ে এসব মঞ্চনাটক দেখতে উপভোগ করতে পারবেন দর্শক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে দেশবরেণ্য চলচ্চিত্রকার দীপংকর দীপন বলেন, এই উৎসবের নির্বাচিত প্রত্যেকটি নাটক স্ব স্ব দলের প্রশংসিত মঞ্চনাটক। দর্শকগণ প্রতিটি নাটক উপভোগ করবে বলে আমরা বিশ্বাস করি। শত প্রতিকুলতার মাঝেও আমরা চেষ্টা করছি দর্শক বাছাই করনা নাটকের সেরা স্বাদটা দিতে। এখন মিলনায়তন দর্শকপূর্ণ হলে আমাদের সকল কষ্ট সফল হবে।
এই উৎসবের সমন্বয়ক নবীব হোসেন লাভলু এই আয়োজন বিষয়ে বলেন, রংপুরে নাটকের ইতিহাস খুবই সমৃদ্ধ। কিন্তু সাম্প্রতিক সময়ে রংপুরের নাট্যচর্চার সার্বিক অবস্থা আশানরুপ নয়। এই উৎসবের মাধ্যমে আমরা রংপুরে ঐতিহ্যবাহী নাট্যচর্চার ধারা ফিরিয়ে আনার পথ চলাটা শুরু করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর পদাতকের সভাপতি বিজয় প্রসাদ তপু, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সুমন,উপদেষ্টা এ্যাড.পলাশ কান্তি নাগ, সদস্য এ্যাড. রিয়াজুল আবেদীন লিটন।