‘অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স জনজীবনে চলমান সংকট আরও ভয়াবহ করবে’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2025-01-18 18:27:03

নতুন আরোপিত অতিরিক্ত ভ্যাট ট্যাক্স জনজীবনে চলমান আর্থ-সামাজিক সংকট আরও ভয়াবহ করবে বলে জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে ইনসানিয়াত বিপ্লব আয়োজিত নিত্যপণ্যের ওপর নতুন করে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স আরোপের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নিত্যপণ্যের ওপর নতুন করে ভ্যাট ও ট্যাক্স আরোপের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবি জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধগতি ও নজিরবিহীন মূল্যস্ফীতির মধ্যে জনজীবনে চরম আর্থিক সংকটের মধ্যে নতুন করে ভ্যাট আরোপ প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে। অতিরিক্ত ভ্যাট ট্যাক্স বৃদ্ধি প্রতিটি পণ্যের দাম আরো বৃদ্ধি পাবে এবং চুরি ডাকাতি লুটতরাজ অরাজকতা নিরাপত্তাহীনতা আরো ভয়ংকর আকার ধারণ করবে।

সংবাদ সম্মেলনে সম্প্রতি পাহাড়ি ছাত্র-ছাত্রীদের উপর নিষ্ক্রিয় পুলিশের সামনে হিংস্র পাশবিক হামলাকে স্বৈরাচারী ফ্যাসিবাদি সন্ত্রাস বলে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান তীব্র নিন্দা জানান।

এছাড়াও সকল স্বৈরাচারী ফ্যাসিবাদি জঙ্গিবাদি একক গোষ্ঠীবাদি সন্ত্রাসবাদি স্বৈররাজনীতির ধ্বংসাত্মক গ্রাস থেকে জীবন-দেশ-ধর্ম-গণতন্ত্র-মানবাধিকার ও জননিরাপত্তা রক্ষায় জনগণকে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আল্লামা ইমাম হায়াত।

এ সম্পর্কিত আরও খবর