ঢাকা জেলার ধামরাইয়ে ট্রাক ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এঘটনায় সিএনজির অপর ৩ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে ধামরাই উপজেলার ডেমরান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক জাফর হোসেন (৫৫) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের গুতৈল এলাকার আব্দুল গফুরের ছেলে।
আহতরা হলেন, ধামরাইয়ের পাড়াগ্রামের মো. হাবীব (২৫), গণকপাড়ার আমির হোসেন (২৬) ও আমতলা এলাকার জাহিদ (২৪)।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমতলা এলাকা থেকে সিএনজি নিয়ে ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন জাফর হোসেন। সিএনজিতে আরও অন্তত ৪ জন যাত্রী ছিলো। ডেমরান এলাকায় একটি ট্রাক সড়ক থেকে পার্শ্ববর্তী ইটভাটায় ঢুকতে গেলে সিএনজিটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হন। এছাড়া সিএনজির ৩ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
নিহত জাফর হোসেনের চাচা সেলিম আহমেদ বলেন, ডেমরান তিন রাস্তার ওইখানে একটি ট্রাক কোন ধরনের সিগনাল না দিয়ে উল্টো সাইড দিয়ে নামতে গেলে (ইট ভাটায়) সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই জাফর মারা যায়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ বলেন, আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সদস্যরা মামলা করবেন না বলে জানিয়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।