ফটিকছড়িতে ১০ হাজার ঘনফুট বালু জব্দ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-10-25 13:20:53

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় একটি ড্রেজার মেশিন ও দুটি জিপ গাড়িও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার ধর্মপুর এবং খিরাম এলাকার হচ্ছারঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, অভিযান পরিচালনাকালে হচ্ছারঘাট এলাকার দুটি স্থান থেকে ইজারা ব্যতীত অবৈধভাবে উত্তোলিত আনুমানিক প্রায় ১০ হাজার ঘনফুট বালু, বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও দুটি জিপ গাড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের ব্যবস্থা করা হয়।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরা সার্বিক সহায়তা প্রদান করেন।

এ সম্পর্কিত আরও খবর