করোনায় শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত ৫১৬ মিলিয়ন শিক্ষার্থী

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 04:43:07

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ৫১৬ মিলিয়ন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারছে না বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো)। সোমবার (১৬ মার্চ) ইউনেসকো থেকে এ তথ্য জানানো হয়।

ইউনেসকো জানায়, কোভিড-১৯ ভাইরাসের ফলে প্রায় ৫৬টি দেশ তাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। যার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫১৬ মিলিয়ন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

শিক্ষার জন্য ইউনেস্কোর সহকারী মহাপরিচালক স্টেফানিয়া জিয়ান্নিনি বলেন, একই সময়ে একি ইস্যুতে প্রচুর সংখ্যাক দেশ আক্রান্ত হওয়ায় আমরা একটি অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের একত্রিত হওয়া প্রয়োজন।

গত সপ্তাহে জাতিসংঘের সহযোগী সংস্থাটি থেকে জানানো হয়, করোনার ফলে বিশ্বব্যাপী প্রতি পাঁচজনের মধ্যে একজন শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না এবং চারজনের মধ্যে একজন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, কোভিড-১৯ ভাইরাসটি বিশ্বের ১৪০টি ছড়িয়ে গেছে। বিশেব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার। আর মারা গেছে সাড়ে ছয় হাজারেরও বেশি।

এ সম্পর্কিত আরও খবর