যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 04:32:33

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার বন্ধে এবার যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।  এর আগে ইউরোপের অন্যান্য দেশের ওপর এই নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের ওপর তা ছিল না।

শনিবার (১৪ মার্চ)  নতুন করে এই ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।  স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর:সিএনএন

এর আগে বুধবার কোভিড-১৯ এর প্রতিরোধে ইউরোপের ওপর ৩০দিন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  কিন্তু এই নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের ওপর আরোপ করা হবে না বলে জানিয়েছিলেন তিনি। 

হোয়াইট হাউসে এ সংবাদ সম্মেলনে  ট্রাম্প বলেন, কোভিড-১৬ ভাইরাস সংক্রমণকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি।  বিভিন্ন দেশে এর সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।  এজন্য আমাদের একটি ঘোষণা দিতে হচ্ছে। এবার ইউরোপ ভ্রমণে নিষেধাজ্ঞার সঙ্গে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে।  

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪৯টি রাজ্যে ২ হাজার ৬০০ জন করোনায় আক্রান্ত। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন।  

এ সম্পর্কিত আরও খবর