আইএমএফ’এর কাছে ৫০০ কোটি ডলার চায় ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 02:56:57

করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছে ৫০০ কোটি ডলার সহায়তা চেয়েছে ইরান।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতির বরাতে এ খবর প্রকাশ করে আল জাজিরা।

আল জাজিরা জানায়, সপ্তাহখানেক আগে আইএমএফ’র ৫০ বিলিয়ন ডলারের বিশেষ তহবিল ব্যবহারে সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিভার কাছে চিঠি লিখেন।

চিঠিতে নাসের হেম্মাতি লিখেন, ইরানে করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ইরান বিশেষ তহবিল থেকে ৫০০ কোটি ডলার ব্যবহার করতে চায়।

বৃহস্পতিবার পর্যন্ত ইরানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৯। আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৫। করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে মধ্যপ্রাচ্যের এ দেশটি।

এদিকে ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে উৎপত্তিস্থল চীনে করোনার বিস্তার কমছে।

এ সম্পর্কিত আরও খবর