গাজায় এক মাসে ২০ ত্রাণকর্মীকে হত্যা করেছে ইসরায়েল

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-14 10:54:34

গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে প্রতিনিয়ত বাড়ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল। এতে প্রাণ হারাচ্ছেন শরণার্থী শিবিরে কাজ করা সাহায্য কর্মীরা। এসব অঞ্চলে কর্মরত দাতব্য সংস্থাগুলোর মতে, গত এক মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন সাহায্য কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দাতব্য সংস্থাগুলো এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের গত ১০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ২০ সাহায্যকর্মী নিহত হয়েছে। তারা বাস্তুচ্যুত পরিবারগুলোকে সাহায্য করার সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। অনেক সাহায্যকর্মীই অনেকেই তাদের পরিবারের সদস্য ও আত্মীয় হারিয়েছেন। 

এর মধ্যে অক্সফামের অংশীদার এক প্রতিষ্ঠানের চার প্রকৌশলী রয়েছেন। তারা ১৯ অক্টোবর খান ইউনিসের পূর্বে খুজায় পানির অবকাঠামো মেরামত করতে যাওয়ার সময় নিহত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে পূর্বের সমন্বয় সত্ত্বেও তারা তাদের চিহ্নিত গাড়িতে হামলা করেছে।

এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৩০০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছে। এটি বিশ্বের কোনো একক সংকটে রেকর্ড করা সর্বোচ্চ সংখ্যা।

এ সম্পর্কিত আরও খবর