মেক্সিকো নিরাপদ দেশ নয়: মার্কিন রাষ্ট্রদূত
মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন সালজার সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের নীতির সমালোচনা করে বলেছেন, লোপেজ দেশটির নিরাপত্তা ঠিক মতো দিতে ব্যর্থ হয়েছেন বলেই মেক্সিকো এখন একটি নিরাপদ দেশ নয়। এমন কী তিনি মার্কিন সরকারের সহায়তা প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কেন সালজারের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা এ খবর জানায়।
খবরে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন সালজার মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির সাবেক প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডরের সমালোচনা করে বলেন, ভ্রান্ত নীতির কারণে লোপেজ মেক্সিকোর নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। সে কারণে দেশটিতে সহিংস ঘটনা ঘটেই চলেছে। এ জন্য মেক্সিকো এখন আর নিরাপদ দেশ নয়।
এ সময় সালজার আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোকে নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে চেয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেননি এবং দুই দেশের সমন্বয়ের সহযোগিতা ২০২৩ সালে একেবারে তলানিতে এসে ঠেকে যায়।
তিনি (লোপেজ) সন্ত্রাস মোকাবিলায় ‘গুলি নয়, কোলাকুলি’ নীতি গ্রহণ করেছিলেন। সে কারণে তার নীতি কোনো কাজে আসেনি।
সম্প্রতি, মেক্সিকোর সিনোলা এবং কুয়েরেতারো অঞ্চলে মাদক কারবারিদের মধ্যে আন্তঃদলীয় কোন্দলে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষিতকে সামনে রেখেই মার্কিন রাষ্ট্রদূত কেন সালজার এ মন্তব্য করেন।
চলতি বছরের অক্টোবরে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর মেক্সিকোর বর্তমান শেউনবাম দায়িত্ব গ্রহণ করেন। শেউনবাম এবং সাবেক প্রেসিডেন্ট লোপেজ একই দল করেন। শেউনবাম জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের নীতি অনুযায়ীই তিনি দেশ পরিচালনা করবেন।