কুর্স্কে ৫০ হাজার সৈন্য জড়ো করেছে রাশিয়া: জেলেনেস্কি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-12 11:39:44

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি বলেছেন, ইউক্রেনের সেনাদের দখলে থাকা কুর্স্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় রাশিয়া ৫০ হাজার সৈন্য জড়ো করেছে। যদিও তাদের অগ্রযাত্রা ঠেকিয়ে রেখেছে তার দেশের সেনাবাহিনী।

প্রতিদিনকার মতো জাতির উদ্দেশে এক বক্তব্যে জেলেনেস্কি এ মন্তব্য করেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

খবরে বলা হয়, চলতি বছরের আগস্ট মাসের প্রথম দিকে ইউক্রেনের হাজার হাজার সৈন্য হঠাৎ করে ঝড়ের গতিতে রাশিয়ার কুর্স্ক অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয়। পাল্টা আক্রমণ করে সে অঞ্চল দখল করে নিতে বর্তমানে সে অঞ্চলে ৫০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।

যদিও নিজের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বার বার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়ে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের কাছে ভোলোদিমির জেলেনেস্কি।

মার্কিন যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার-এর তথ্যনুসারে আগস্ট মাসের প্রথম দিকে ইউক্রেন কুর্স্ক অঞ্চল দখল করে নেওয়ার পর সেখানে ১১ হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে রাশিয়া।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইর্য়ক টাইমস জানাচ্ছে, কুর্স্ক অঞ্চল পুনরুদ্ধারে রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি উত্তর কোরিয়ার সৈন্যরাও সেখানে অবস্থান করছে।

জেলেনেস্কি তার বক্তব্যে জানান যে, তিনি সোমবার (১১ নভেম্বর) তার কমান্ডার-ইন-চিফ জেনারেল ওলেস্কান্দার সির্স্কিকে বলেছেন, কুর্স্ক অঞ্চলে মোতায়েন ইউক্রেনের সেনা সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ঘটনা তদন্ত করে দেখতে।

জেনারেল ওলেস্কান্দার সির্স্কি আলাদা এক বার্তায় বলেছেন, কুর্স্কে ১০ হাজারের বেশি ইউক্রেনের সেনা মোতায়েন করা রয়েছে। তারা রাশিয়ার সৈন্যদের সেখানেই আটকে রেখেছে।

দ্য নিউইর্য়ক টাইমস মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, রাশিয়া এবং উত্তর কোরিয়ার ৫০ হাজার সৈন্য যে কোনো সময় কুর্স্কে পাল্টা হামলা চালাতে পারে।

এ সম্পর্কিত আরও খবর