কাশ্মীরে ভারতীয় বাহিনীর গাড়িতে অতর্কিত হামলা, দুই সেনাসহ নিহত ৪

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-25 15:45:10

ভারত-শাসিত কাশ্মীর অঞ্চলে সামরিক বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। এ হামলায় দুই সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও তিন সেনা সদস্য। 

শুক্রবার (২৫ অক্টোবর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আল জাজিরা কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের সীমান্তে গুলমার্গের কাছে বোটা পাথরি এলাকায় সন্ত্রাসীরা একটি সেনা গাড়িতে লক্ষ্য করে গুলি চালায়। এতে  দুই সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছেন। বাকি দুইজন বেসামরিক নাগরিক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বলেন, "হামলার জন্য দায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।"

এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, ঘটনাস্থল পর্যবেক্ষণের জন্য নিরাপত্তা বাহিনী ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করছে। 

এ ঘটনার নিন্দা জানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে "সাম্প্রতিক হামলার ঘটনাকে" "গুরুতর উদ্বেগের বিষয়" বলে বর্ণনা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর