বন্যার পর বায়ু দূষণের শীর্ষ তালিকায় ব্যাংকক-চিয়াং মাই

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-25 13:49:53

বন্যার পর থাইল্যান্ডে বায়ুদূষণ তীব্র আকার ধারণ করেছে। বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সম্প্রাতিক তথ্য মতে, ব্যাংকক ও চিয়াং মাইসহ বিশ্বের ৫০টি শহর ক্ষুদ্র ধূলিকণা দূষণে আক্রান্ত।

শুক্রবার সকাল সাড়ে ১০টার পর্যন্ত, আইকিউএয়ারের বায়ুর মান সূচকে (এআইকিউ) ১৩তম অবস্থানে রয়েছে দেশটির রাজধানী ব্যাংকক। যদিও সকালে সপ্তম অবস্থানে ছিল। অন্যদিকে দেশটির উত্তরাঞ্চলীয় শহর চিয়াং মাই বায়ু দূষণে ৪৩তম অবস্থানে রয়েছে।

দেশটি বায়ুর মান নিয়ে সতর্কতা জারি করেছে। ব্যাংকক শহরকে ওরেঞ্জ জোন হিসেবে নির্ধারণ করেছে। অন্যদিকে চিয়াং মাইয়ের এর বায়ুর মান একটু ভালো হওয়ায় ‘ইয়োলো জোনের’ অর্ন্তভূক্ত করেছে।

বায়ু দূষণে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে দিল্লির স্কোর ২৮৭। ভিয়েতনামের হ্যানয় বায়ু দূষণে চতুর্থ অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে শহরটির স্কোর ১৭৪।

ব্যাংকেকর নং খায়েম জেলার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর অতিমাত্রায় উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ঘনমিটারে ৫৩ দশমিক ১ মাইক্রোগ্রাম রেকর্ড করা হয়েছে।

চিয়াং মাইতে তীব্র বন্যা পরবর্তী পুর্নবাসনের কাজ চলছে। এখানে প্রতিদিনে ভারি বৃষ্টিপাতে পিং নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় কাজকর্ম ব্যাহত হচ্ছে। তবে ব্যাংককে বন্যার প্রভাব নেই। দেশটির রয়্যাল সেচ বিভাগ জানিয়েছে, গুরুত্বপূর্ণ এলাকায় পানির স্তর বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে।

ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ট বিএমএর ফেসবুক এক পোস্ট দিয়ে জানিয়েছেন, ‘বৃষ্টি না গেলে, ধুলো বেড়ে যায়’ ।

‘আমরা যানবাহনের বায়ু দূষণ রোধ করা চেষ্টা করছি। এছাড়া নিমার্ণধীন ভবনগুলোর দূষণ রোধে বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে’, বলেন গর্ভনর।

এ সম্পর্কিত আরও খবর