‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলে কমিটিকে চিঠি মমতার

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-11 19:08:58

ভারতে লোকসভা নির্বাচনের আগে 'এক দেশ এক নির্বাচন'-এর পক্ষে জোরদার তোড়জোড় শুরু করেছে বিজেপি। লোকসভা নির্বাচনের সঙ্গে সব রাজ্যের বিধানসভা নির্বাচন করার পরিকল্পনা রয়েছে এই নীতিতে।

কিন্তু, এই 'এক দেশ এক ভোট' নীতির তীব্র আপত্তি জানিয়ে উচ্চপর্যায়ের কমিটিকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক দেশ এক ভোট নীতি কীভাবে বাস্তবায়িত করা হবে তা নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে।

উচ্চপর্যায়ের ওই কমিটির সচিব নীতেন চন্দ্রকে চিঠি লিখেছেনে মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানতে চেয়েছেন, ‘এক দেশ বলতে কী বোঝানো হচ্ছে? সাংস্কৃতিক রাজনৈতিক কিংবা ঐতিহাসিক পটভূমিতে একদেশের অর্থ আমরা বুঝি। কিন্তু ভারতের সংবিধানের শর্ত অনুযায়ী এক অর্থ আমাদের বোধগম্য নয়।’

তৃণমূল নেত্রীর প্রশ্ন তুলে বলেন, ‘সংবিধানে কি এক দেশ এক এক সরকারের নীতি অনুসরণ করার কথা বলা হয়েছে?’

তিনি লিখেছেন, 'ভারত আসলে একটা যুক্তরাষ্ট্র। এখানে কোথাও এক দেশ এক সরকারের কথা বলা নেই। এই মৌলিক বিষয়টি এড়িয়ে গিয়ে এক দেশ এক নির্বাচনের কথা ভাবা যায় না। '

এ নিয়ে মমতার আরও প্রশ্ন হলো, ‘লোকসভার সঙ্গে সব রাজ্যের নির্বাচন করবেন কী করে? ১৯৫২ সালে প্রথম সাধারণ নির্বাচনের সময় কিছু দিন তা হয়েছিল। কিন্তু, রাজ্য ও জাতীয়স্তরে নানা পালাবদলের কারণে সেই তালমিল ভেঙে গেছে।'

মুখ্যমন্ত্রীর মতে, ‘যেসব রাজ্যে মানুষ পাঁচ বছরের জন্য কোনও সরকারকে নির্বাচিত করেছে, তা হঠাৎ করে ভেঙে দেওয়া অনৈতিক হবে। তা হয় না কি!’

যেভাবে উচ্চপর্যায়ের কমিটি গড়া নিয়ে হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।

তার মতে, একটি সিদ্ধান্ত উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, তা অস্বীকার করে, কোনও রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীকেই এই কমিটিতে রাখা হয়নি।

তিনি লিখেছেন, ‘এই ধারনা আমাদের স্বৈরতন্ত্রের দিকেই নিয়ে যাচ্ছে। গণতন্ত্রকে কুক্ষিগত করতে চাইছে স্বৈরাতান্ত্রিক ব্যবস্থা।’

তিনি এই স্বৈরাচারের বিরোধিতা করেন এবং এই প্রস্তাবের বিরোধিতা করছেন।

প্রসঙ্গত, এর আগেও তৃণমূল এই এক দেশ এক ভোট নীতির বিরোধিতা করেছে। লোকসভা নির্বাচনের আগেও সেই বিরোধীতা আরও একবার জানালেন তৃণমূল সভানেত্রী।

এ সম্পর্কিত আরও খবর