‘ভোট গণনা বন্ধ করুণ’- ট্রাম্প

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-09 05:50:24

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যে এখনও চলছে ভোট গণনা। রাজ্যগুলোতে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোথাও কোথা ভোটের হারে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে দূরত্ব কম-বেশি হচ্ছে।

এর মধ্যে ভোট গণনা বন্ধ চেয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি এক টুইট বার্তায় বলেন, ‘গণনা বন্ধ করুন’।

গতকাল বুধবার (৪ নভেম্বর) ট্রাম্প এই নির্বাচনকে ‘মার্কিন জনগণের সাথে এক জালিয়াতি’ উল্লেখ ‘সব ভোট বন্ধ’ করার আহ্বান জানান। তবে পরিকল্পিত জালিয়াতির কোন প্রমাণ পাওয়া যায়নি এখনও।

এদিকে ভোট গণনা বন্ধ করতে ট্রাম্প প্রচার শিবির বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করেছে। তবে জালিয়াতি বা কারচুপির ওপর কোন প্রমাণ দাখিল করতে পারেনি।

তারা উইসকনসিনেও পুনরায় ভোট গণনার দাবি করছে। নেভাডার রিপাবলিকান পার্টিও বলছে যে ভোট জালিয়াতির অভিযোগে তারা মামলা করতে যাচ্ছে। তাদের দাবি প্রায় ১০ হাজার লোকের ভোট পড়েছে যারা ঐ অঙ্গরাজ্যের বাসিন্দাই না।

রিপাবলিকান পার্টির কৌশল প্রণয়নকারীদের একজন সেথ ওয়েদার্স বিবিসিকে বলেছেন, ট্রাম্প চাইছেন গণনা প্রক্রিয়ায় রিপাবলিকানদের অধিকতর পর্যালোচনার সুযোগ দেয়ার আগে সব গণনা বন্ধ রাখা হোক।

এ সম্পর্কিত আরও খবর