মার্কিন নির্বাচন: ২৭০ এর জন্য রুদ্ধশ্বাস লড়াই

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 05:59:54

আমেরিকার এবারের নির্বাচন রুদ্ধশ্বাসে লড়াইয়ে পরিণত হয়েছে। ভোটের ফলাফলে ডেমোক্র্যোট প্রার্থী জো বাইডেন বড় ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কার দিকে জয়ের পাল্লা গড়াবে-এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।  

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে জো বাইডেন ২১৩ ইলেকটোরাল ভোট পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৩২ টি ইলেকটোরাল ভোট। এখন পর্যন্ত অনেকটাই পিছিয়ে ট্রাম্প।

তবে প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয়ের কাছাকাছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানে। এছাড়াওনির্বাচনের ফলাফলে প্রভাব রাখতে পারে এমন অঙ্গরাজ্যগুলোতে কঠিন লড়াই হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা সিএনএন বলছে, ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে কঠিন লড়াই চলছে।  

কানেকটিকাট (৭), ডেলওয়ার (৩), ডিসট্রিক্ট অব কলম্বিয়া (৩), ইলিনয় (২০), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), নিউ জার্সি (১৪), নিউইয়র্ক (২৯), রোডি আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়ায় (১৩), নিউ ক্যালিফোর্নিয়া (৫৫), নিউ হ্যাম্পশায়ার (৪) জয় পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে অ্যালাবামা (৯), আরকানসাস (৬), ইন্ডিয়ানা (১১), কেন্টাটি (৮), লুইজিয়ানা (৮), মিসিসিপি (৬), নর্থ ডাকোটা (৩), ওকলোহোমা (৭), সাউথ ডাকোটা (৩), টেনেসি (১), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওয়েমিং (৩), কানসাস (৯).মিশিগান (১৬), ওহিও (১৮) জয় পেয়েছেন ট্রাম্প।

এছাড়া ‍সুইং স্টেট  ফ্লোরিডা,  জর্জিয়া, টেক্সাস ও উইসকনসিনে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এর আগে এই সুইস স্টেটগুলো এগিয়ে ছিলেন বাইডেন। এখন  শুধুমাত্র অ্যারিজোনায় ও নর্থ ক্যারোলাইনায় এগিয়ে রয়েছেন জো বাইডেন।

এদিকে নির্বাচনের ফলাফলের সার্বিক পরিস্থিতি দেখে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেন, আমেরিকা জুড়ে সত্যিই আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি। ধন্যবাদ।

করোনার কারণে এবার ভোটের আগেই ‘মেইল ইন অর্থ্যাৎ ডাক যোগে’ ১০ কোটি ২ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মোট ভোটারের ৭৩ শতাংশ। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর