বিখ্যাত সু ব্র্যান্ড ‘বাটা’র বাংলাদেশ অংশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যার রাজধানীর টঙ্গীতে ‘বাটা’র বাংলাদেশি পরিচালকদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন সিয়াম। আগামী এক বছর এই প্রোডাক্টের বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে হাজির হবেন তিনি।
এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, আমি বা আমার পরিবারের পছন্দের তালিকায় সবসময় ‘বাটা’ রয়েছে। এবার এমন একটা ব্র্যান্ডের সঙ্গে নিজেকে যুক্ত করে ভীষণ ভালো লাগছে।
এর আগে আন্তর্জাতিক সু ব্র্যান্ড ‘স্কেচার্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছিলেন সিয়াম।
সিয়াম আহমেদ বর্তমানে কাজ করছেন ‘শান’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। এছাড়া আগামী ১৩ মার্চ থেকে ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে এই চিত্রনায়কের।