দুই বাংলার তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। কিন্তু এই জনপ্রিয়তা তাকে একটুও টানে না। তাই তো হুট করেই ২০১৫ সালের এপ্রিলে নিজের ষষ্ঠ একক অ্যালবাম ‘খুব ডুব’ প্রকাশের পর নিজেই ডুব দিয়েছিলেন। তারপর বহুবার বলেছেন গানে ফিরবেন আগের মত করেই, ফিরেছেন তবে সেটা আর সেভাবে হয়নি। তবে সম্প্রতি অংশ নিয়েছিলেন ঢাকার বেশ কিছু কনসার্টে।
তবে গানের অর্ণবকে নিয়ে এবার নতুন খবর, বইমেলায় প্রকাশ হওয়া একটি বইয়ের প্রছন্দ করেছেন এই গায়ক। কবি ও গীতিকার রাজীব আশরাফের প্রথম কবিতার বই ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’র প্রচ্ছদ ডিজাইন করেছেন অর্ণব।
জানা গেছে, বইটি প্রকাশ করেছে ‘বৈভব’। শিগগিরই পাওয়া যাবে একুশে বইেমলার ৭১৮ নম্বর স্টলে।