ভোলার চরফ্যাশন সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে নাচবেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পপি। এই খবর দুইদিন আগে গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন পপি।
সেজন্য গেল ৩০ ও ৩১ জানুয়ারি রাতে নিকেতনে নাচের অনুশীলনও করেছেন শাকিব-পপি। শুধু তাই নয়, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নতুন করে আলোচনায় পপি।
জানা গেছে, শাকিব-পপি ছাড়াও আজ (শনিবার) বিকেলে ওই অনুষ্ঠানের মঞ্চে সিনেমার গানের সঙ্গে নাচ করবেন সাইমন-তমা মির্জা। একক নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা মৌসুমী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নায়ক রিয়াজ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এই অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ হেলিকপ্টারে করে ভোলায় উড়াল দিয়েছেন ঢাকাই সিনেমার এই ৬ তারকা।