ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে তারকা দম্পতির এই সন্তান। সেই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত এই স্টার কিড।
সম্প্রতি জয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ভাঙা ভাঙা সুরে ছড়া বলতে দেখা যাচ্ছে জয়কে। সেই ছড়ার কথা ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/ কাম টু মি হোয়েন আই কল ইউ/ গিভ মি এ কিস হোয়েন আই আসক ইউ/ মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ।’
জয়ের এই ছড়ায় ছড়ায় বাবা-মাকে ভালোবাসার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মা অপু বিশ্বাস।
২০০৮ সালের ১৮ এপ্রিল বেশ গোপনে শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। ২০১৭ সালে নিজেদের বিয়ে ও ছেলের ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসেন অপু। এরপর বহু নাটকীয়তা শেষে হুট করেই ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়। বর্তমানে তাদের একমাত্র সন্তান জয় মা অপু বিশ্বাসের সঙ্গে বসবাস করেন।