বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর নির্বাচন সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত হাসান। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ওমর সানী, পপি, রত্না, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম,মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ।
এর আগে এফডিসির প্রযোজক পরিবেশক সমিতির সভাকক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন। এবারের ফিল্ম ক্লাবের মোট ভোটার ছিল ৫১১। দুটি প্যানেলে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে অমিত হাসান ও আতিকুর রহমান লিটন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে পালন করেছেন মেহেদী হাসান সিদ্দিকী মনির।