‘বাংলাদেশ অডিও ভিজ্যুয়াল টেকনিক্যাল ওনার্স এসোসিয়েশন (এভিটোয়া)’ এর ২০২০-২২ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শামীম মাজহার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফুল আলম বাবলু। ২৭শে ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমী কনফারেন্স হলে এভিটোয়া এর ২০২০-২২ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি নির্বাচিত হয়ে শামীম মাজহার বলেন, ২০১৭ সালের ২৭শে জানুয়ারীতে নির্বাচনের মাধ্যমে এভিটোয়ার যাত্রা শুরু হয়, প্রায় তিন বছর কার্যক্রমের মধ্য দিয়ে এভিটোয়া একটি সুসংগঠিত সংগঠন হিসাবে পরিচিতি পায়। নতুন সংগঠন ফলে এভিটোয়া আরও গতিশীল হবে এবং সংগঠনের সকল সদস্যদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে।
সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু বলেন, আমাদের সংগঠনের সদস্য গন তাদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যায় জর্জরিত, এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করাই প্রথম কাজ।
কার্যকরী পরিষদ কমিটি ২০২০-২২
১. সভাপতি : শামীম মাজহার
২. সহ সভাপতি-১ : সাদেক সিদ্দিকী
৩. সহ সভাপতি-২ : রিপন রহমান খান
৪. সাধারণ সম্পাদক : আশরাফুল আলম বাবলু
৫. যুগ্ম সম্পাদক -১ : শাহদাব ইয়াসির চিনু
৬. যুগ্ম সম্পাদক-২ : মনির হোসেন (পাংখা মনির)
৭. সাংগঠনিক সম্পাদক : মাহামুদুল হাসান সুমন
৮. কোষাধ্যক্ষ : এ এফ এম সাইদ অপু
৯. প্রচার ও প্রকাশনা সম্পাদক : আল আমিন চৌধুরী
১০. তথ্য-প্রযুক্তি সম্পাদক : নুর মোহাম্মদ রাজ্য
১১. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : মেহেদী হাসান বাবু
১২. দপ্তর সম্পাদক : আলাউদ্দিন সাজু
১৩. আইন বিষয়ক সম্পাদক : মিঠু রায়
১৪. কার্যকরী সদস্য-১ : ইফতেখার আলী ডন :
১৫. কার্যকরী সদস্য-২ : রাকিবুল হাসান
১৬. কার্যকরী সদস্য-৩ : কামাল হোসেন
১৭. কার্যকরী সদস্য-৪ :
১৮. কার্যকরী সদস্য-৫ : আর এইচ সোহেল
১৯. কার্যকরী সদস্য-৬ : আব্দুর রউফ মন্টু
২০. কার্যকরী সদস্য-৭ : ইসমত আরা শান্তি
২১. কার্যকরী সদস্য-৮ : রবি হোসেন নিরব