সীমানা পেরিয়ে শম্পার ছবি

, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-30 15:49:26

‘সুপার হিরোইন’ শম্পা হাসনাইনের প্রথম ছবি ‘মাটির পিঞ্জিরা’, মুক্তি পায় ২০১৩ সালে। এরপর ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’।

তবে এর পরবর্তী চলচ্চিত্রে এসে শম্পাকে আর দেশের সীমানার মধ্যে আটকে রাখা যায়নি।

শম্পার নতুন ছবি ‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’ মুক্তি পেয়েছে, বাংলাদেশে নয়, ভারতে। টলিউডের এ ছবিতে তার সঙ্গে আছেন সমদর্শী।

শুক্রবার থেকে ভারতের সিনেমা হলে দেখা যাচ্ছে শম্পাকে। ছবির প্রচারণার কাজে তিনি এখন কলকাতায়। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। প্রথম দিনে ভিজিট করেছেন দু’টি সিনেমা হলও।

কলকাতা থেকে শম্পা জানালেন, প্রথম দিনে কয়েকটি সিনেমা হলে হাউসফুল হওয়ার সুখবর।

‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’র পরিচালক রঞ্জন চৌধুরী। পরিচালকের প্রথম ছবি এটি। অভিনয়ে শম্পা-সমদর্শী ছাড়াও আছেন শ্রীলা মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশীষ মুখার্জি, সৌমি ঘোষ।


 

আরও পড়তে পারেন: সাঞ্জুর অজানা সাত

তবে দেশের বাইরে প্রথম ছবি করতে গিয়ে প্রায় হোঁচট খেতে বসেছিলেন শম্পা হাসনাইন।

মুক্তি নিয়ে তৈরি হয়েছিলো অনিশ্চয়তা।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কয়েক মাস ধরে আটকে রেখেছিলো ছবিটি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে শম্পা পর্দায় দেখা দিলেন।

কী নিয়ে এ ছবির গল্প?

মূলত এটি প্রেমের ছবি। তবে স্রেফ দু’টি মানুষের সম্পর্কে সীমাবদ্ধ না থেকে ‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’ নজর দিয়েছে সমাজের আরও কিছু গুরুত্বপূর্ণ দিকে।

সাম্প্রদায়িক দাঙ্গা, জাতপাতের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে চারিদিকে।

ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে।

এসব ভুলে মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য বজায় রাখার গুরুত্বের কথা বলছে ছবিটি।

এ সম্পর্কিত আরও খবর