দর্শক খরায় টিকিটের দাম কমিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল বলাকা সিনেওয়ার্ল্ড। ১৩ ডিসেম্বর (শুক্রবার) থেকে নতুন দামে টিকিট বিক্রি করা হবে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন হলটির ম্যানেজার এস এম শাহীন।
জানা গেছে, শুক্রবার থেকে বলাকা সিনেমা হলের এক্সিকিউটিভ ক্লাসের টিকেট ২৫০ টাকা এবং স্পেশাল ক্লাসের টিকেটের দাম রাখা হবে ১৫০ টাকা। যার আগের মূল্য ছিল ৩৫০ টাকা ও ২০০ টাকা।
এর আগে গেল রোজার ঈদের সময় সিনেমা হল সংস্কার করে টিকিটের দাম বাড়িয়েছিল বলাকা সিনেমা হল।
নতুন করে টিকিটের দাম কমানোর ব্যাপারে হলটির ম্যানেজার এস এম শাহীন বলেন, টিকিটের দাম বাড়ানোর পর থেকে সেভাবে দর্শক পাচ্ছি না আমরা। এছাড়া দেশের সিনেমার অবস্থাও ভালো না। সেকারণে আবার টিকিটের দাম কামানোর সিদ্ধান্ত নিয়েছি। তাতে যদি অবস্থার কিছু পরিবর্তন হয়।
এদিকে টিকিটের দাম কামানোর কারণে সিনেমা হলটিতে প্রতিদিন সকালের শো গুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে টিকেটের মূল্য অর্ধেক রাখার যে নিয়ম ছিল সেই সুবিধা শুক্রবার থেকে বন্ধ করে দিচ্ছে সিনেমা হলটি।
১৯৬৪ সালে ঢাকার নিউমার্কেট এলাকায় প্রতিষ্ঠিত হয় বলাকা। রাজধানীর অভিজাত সিনেমা হল হিসাবে বেশ নামও আছে বলাকার।