শিশুদের কাছে শিক্ষামূলক বিনোদন পৌঁছে দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে অ্যান্ড্রয়েড অ্যাপস ‘বু-টিভি’। এটি তৈরি করেছে লিটল ফিট এডুটেইনমেন্ট। এমন ব্যতিক্রমী উদ্যোগ দেশে প্রথমবারের মতো নেওয়া হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ‘বু-টিভি’ তাদের দর্শকদের জন্যে প্রকাশ করছে একটি কনটেন্ট। এটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে। অ্যানিমেশন আকারে নির্মিত কনটেন্টটির নাম ‘অপারেশন জ্যাকপট’।
টেকনো ম্যাজিক এবং বু-টিভির সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই এ্যানিমেটেড শর্টটি দেখতে ভিজিট করতে হবে অ্যাপসে। এছাড়াও বু-টিভিতে দেখা যাবে শিশুতোষ শিক্ষামূলক বিনোদন নিয়ে হাজারো রকম অনুষ্ঠান। এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে বু-টিভির ফেসবুক পেজে।