শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন ইমরান হাশমি। তবে কোন ছবি নয়, একটি ওয়েব সিরিজে দেখা যাবে বলিউডের এই অভিনেতাকে। এর মধ্য দিয়েই ওয়েব দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন ইমরান।
Thank you @iamsrk! It has been a pleasure... Hope the world enjoys the show!! ? #BardOfBlood https://t.co/6YJ8ZRa73i
— Emraan Hashmi (@emraanhashmi) July 6, 2019
‘বার্ড অফ ব্লাড’ নামের ওয়েব সিরিজটি পরিচালনা করছেন বাঙালি পরিচালক ঋভু দাশগুপ্ত। আগামী ২৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।