‘স্যাক্রেড গেমস’ ওয়েব সিরিজটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। ২০১৮ সালে ওয়েব দুনিয়ায় বিপ্লব ঘটানোর মতো অন্যতম কীর্তি অনুরাগ কাশ্যাপ পরিচালিত এই থ্রিলার ওয়েব সিরিজটি।
প্রথম সিজনে ব্যাপকভাবে সাড়া জাগানোর পর দ্বিতীয় সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটল। আগামী ১৫ আগস্ট নেটফ্লিক্সে আসছে গায়তণ্ডে ও সরতাজের চোর-পুলিশ কাহিনি।
প্রথম সিজনে দেখা গিয়েছিল গায়তণ্ডে তার জীবনে তিন ‘বাপ’-এর কথা বলেছিল। যার মধ্যে ছিলেন প্রভাবশালী ‘গুরুজি’। তবে, প্রথম সিজনে তাকে সেভাবে না দেখা গেলেও দ্বিতীয় সিজনের মোড় ঘুরিয়ে দেবেন এই গুরুজিই।