কেন শাহরুখের সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন প্রভাস?

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-14 16:38:42

‘বাহুবলী’ তারকা প্রভাস এখন শুধু দক্ষিণী সিনেমাই নয়, বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এক সুপারস্টার। ‘বাহুবলী’র পরই তার ক্রেজ এখন আকাশ ছুঁয়েছে। তার সর্বশেষ বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে সাফল্য না পেলেও প্রভাসের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

তাইতো নিজের সিনেমা বাছাইয়ের ব্যাপারে দারুণ খুতখুতে হয়ে উঠেছেন প্রভাস। ফলে বলিউডে বেশ কিছু বড় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম ছিল শাহরুখ খানের ‘পাঠান’। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় শাহরুখ খান ছিলেন প্রধান চরিত্রে। প্রভাসকে যখন সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান’-এ অভিনয়ের প্রস্তাব দেন, তখন প্রভাস ভেবেছিলেন তাকে প্রধান চরিত্রে নেওয়া হবে।

‘বাহুবলী’ সিনেমায় প্রভাস

তবে শাহরুখ খান ওই চরিত্রে অভিনয় করছেন জানার পর প্রভাস সেই প্রস্তাব ফিরিয়ে দেন। প্রভাসের মতে, তিনি এমন কোনও সিনেমায় কাজ করতে চান, যেখানে তার চরিত্রটিই হবে সিনেমার মূল চরিত্র। আর ‘পাঠান’-এ সেই সুযোগ তিনি পাবেন না। ফলে প্রস্তাবে হ্যাঁ বলার কথা ভাবেননি এক মুহূর্তের জন্যও।

এছাড়াও, সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে রতন সিংহের চরিত্রটি ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু প্রভাস সেই চরিত্রের প্রস্তাব নাকচ করেন। জানা যায়, তখন প্রভাস ‘বাহুবলী ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন, তবে সেটি প্রধান কারণ ছিল না। তিনি চরিত্রটির গল্প পড়ার পর বুঝেছিলেন যে, রতন সিংহের চরিত্রে তার আগ্রহ নেই। ‘বাহুবলী ২’-এর মতো তার চরিত্রে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাচ্ছিলেন না তিনি।

‘বাহুবলী’ সিনেমায় প্রভাস

প্রভাসের এই সিদ্ধান্তের পর ‘পদ্মাবত’-এ রতন সিংহের চরিত্রে অভিনয় করেন শাহিদ কাপুর, যিনি পরে ব্যাপক প্রশংসা পান তার অভিনয়ের জন্য।

সম্প্রতি বিয়ের গুঞ্জনে শিরোনামে এসেছেন প্রভাস। তার সহকর্মী তারকার রামচরণ জানিয়েছেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে। রাম চরণের এমন মন্তব্যের পর দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের একটি টুইট ঘিরেও অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে। এক্স হ্যান্ডলে (টুইটার) তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রভাস

এ সম্পর্কিত আরও খবর