কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-03 15:14:33

স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকী আজ (৩ জানুয়ারি)। ২০২১ সালের এই দিনে তিনি গত হয়েছিলেন। ২০২২ সাল থেকে বাংলা একাডেমি ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ প্রবর্তন করেছে। রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ ও রাবেয়া খাতুন ফাউন্ডেশন’ কবর জেয়ারত, বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।

খ্যাতিমান এই লেখকের উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথাসহ চলচ্চিত্র ও নাট্য জগতেও বিচরণ ছিল। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মেঘের পরে মেঘ’ জনপ্রিয় একটি চলচ্চিত্র। ‘মধুমতি’ এবং ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ও প্রশংসিত হয়েছে সব মহলে। তাঁর নিজস্ব সম্পাদনায় পঞ্চাশ দশকে বের হতো ‘অঙ্গনা’ নামের একটি মহিলা মাসিক পত্রিকা। তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। উপন্যাস, গবেষণাধর্মী রচনা, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা ইত্যাদি। রাবেয়া খাতুন বাংলাদেশের ভ্রমণসাহিত্যের অন্যতম লেখক।

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

গত ২৭ ডিসেম্বর ছিল এই গুণী লেখকের জন্মদিন। তার জন্মদিনকে ঘিরে ছিল তিনদিন ব্যাপী নানান আয়োজন। ২৬ ডিসেম্বর প্রকাশিত হয় ইরাজ আহমেদ এর অনুবাদে- ‘FREEDOM’S FLAMES’ গ্রন্থ। ২৭ ডিসেম্বর লেখকের জন্মদিনে ‘Story of shumon and Mithu’ এবং ‘লাল সবুজ পাথরের মানুষ ও একাত্তরের নিশান’ গ্রন্থ দুটি প্রকাশিত হয়। আয়োজন করা হয় রাবেয়া খাতুন-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান এবং শীতবস্ত্র বিতরণ। ২৮ তারিখে বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এ বছর রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন- সামগ্রীক অবদানের জন্য সুশান্ত মজুুমদার এবং ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য সুমন মজুমদার।

এ সম্পর্কিত আরও খবর