দুই প্রজন্মের দুই শীর্ষ সঙ্গীত তারকা আসিফ আকবর ও ইমরান মাহমুদুল। ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন তারা।
এই দুই তারকার মধ্যে সম্পর্কের মধুরতা যেমন দৃঢ়, তেমনি দুজন দুজনার কাজের প্রতি মুগ্ধতাও অনেক। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন এই দুই তারকা। এবার দেশের সঙ্গীতের দুই নক্ষত্রকে একসঙ্গে করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটি প্রকাশ করতে যাচ্ছে এই দুই তারকার গান। ইতোমধ্যে নির্মিত হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে চমক হিসেবে থাকছে এই দুই তারকার উপস্থিতি।
স্নেহাশীষ ঘোষের কাব্যমালায় ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতে ‘মন জানে’ শিরোনামের গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
বিষয়টি নিয়ে আসিফ আকবর বলেন, ‘‘ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে গানটি করলাম আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’’
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, ‘ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভিতর অন্যরকম এক অনুভুতি কাজ করে। আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’
ধ্রুব মিউজিক স্টেশন জানায়, নতুন বছরে তারা শোতাদের উপহার দিচ্ছে ‘মন জানে’ শিরোনামের এই গান। ৫ জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।