জনপ্রিয় মিউজিশিয়ান ফুয়াদ আল মুক্তাদিরের ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস (এফএনএফ) ‘ডিসেম্বর ট্যুর’ শেষ করেছে একের পর এক চমকপ্রদ পারফর্মেন্স দিয়ে। পাবলিক শো’র পাশাপাশি এ ট্যুরে ছিল বেশকিছু প্রাইভেট ইভেন্ট, বিশেষ করে সদ্য চট্টগ্রামে অনুষ্ঠিত বিপিএল মিউজিক ফেস্ট ছিল যার সবচেয়ে বড় আকর্ষণ।
ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের পারফর্মেন্সকে দেশের অন্যতম শক্তিশালী স্টেজ শো হিসেবে প্রশংসা করেছেন অনেকেই। ফুয়াদের গানের মধ্যে পুরনো দিনের সুরের সঙ্গে আধুনিকতার মিশ্রণ দর্শকদের মুগ্ধ করে। শ্রোতাদের মুগ্ধ করতে এ ট্যুরে নিয়ইয়র্ক থেকে কয়েকজন শিল্পী নিয়ে এসেছিলেন ফুয়াদ। বিপিএলের সেটে অতিথি শিল্পী হিসেবে সঞ্জয় (ডিজে সঞ্জয় যিনি বলিউডেও নাম করেছেন) এবং জনপ্রিয় শিল্পী প্রবাসী মুজা যুক্ত হয়ে পরিবেশনে ভিন্ন মাত্রা যোগ করেন, তাদের পারফর্মেন্সে বিভিন্ন ঘরানার সুর এবং স্টাইল ফুটে ওঠে।
মঞ্চে ব্যান্ড পারফর্মেন্স এর এমন দ্যুতিময় উপস্থাপনার জন্য ফুয়াদ কৃতিত্ব দিলেন তার শিল্পী ও মিউজিশিয়ানদের। ফুয়াদ বলেন, ‘দলের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও পারফর্মেন্সের শক্তিমত্তাই ফুয়াদ এন্ড ফ্রেন্ডসের সফলতার পেছনে ভূমিকা রাখছে।’
আর দলের সদস্যরা বলছেন, ‘এই একই টিম যদি অন্য কোনো মিউজিক ডিরেক্টরের সঙ্গে থাকতো, তাহলে এই পারফর্মেন্স সম্ভব হতো না। ফুয়াদের হাতে মিউজিক যেন সোনায় পরিণত হয়। প্রতিটি শোতেই শ্রোতারা নতুন নতুন মিউজিক্যাল এক্সপেরিয়েন্সের ভেতর দিয়ে যেতে পারছে।’
বিপিএলে যারা ফুয়াদ এন্ড ফ্রেন্ডস-এর লাইভ পারফর্ম্যান্স মিস করেছেন, তারা চাইলেই ইউটিউব থেকে মিউজিক ফেস্টের রেকর্ডেড ভার্সনটি দেখে নিতে পারবেন।
বিগত দুই দশকে ফুয়াদের হাত ধরে দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয়তা পেয়েছেন অনেক শিল্পী। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বরাবরই ফুয়াদের তাই নতুনদের সাথেই কাজের ইচ্ছে।
নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে ফুয়াদ বলেন, ‘ইয়াং আর্টিস্টদের নিয়ে কাজ করতে চাই। তাদের কাছ থেকে শিখতে চাই প্লাস তাদের হেল্প করতে চাই। আশা করছি প্রতি বছরই নতুন কিছু শিল্পী নিয়ে হাজির হবো। শুধু দেশেরই নয়, প্রতি বছর কিছু কিছু নন রেসিডেন্ট বাংলাদেশি শিল্পীদেরও শ্রোতাদের কাছে হাজির করতে চাই।’
ফুয়াদের দলে রয়েছেন: জাকির হোসেন (এফএনএফ-এর স্থায়ী সাউন্ড ইঞ্জিনিয়ার), তাসনিম বাতুল (ম্যানেজমেন্ট এবং অপারেশন), ভোকালিস্ট হাসিব, তাশফি এবং আনিকা, গিটারিস্ট প্রীতম এবং ওয়াসি, ড্রামার আমজাদ হোসেন, পারকাশনিস্ট মিঠুন দাস, বেস গিটারিস্ট পাভেল, অতিথি সংগীতশিল্পী আনন্দ শিকদার, কামরুল হাসান এবং রাহিন হালদার।