অভিনয় ছেড়ে উপস্থাপনায় সরব মানসুরুল হক

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-31 20:11:51

২০১৩ সালের দিকে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিনয় শুরু করেছিলেন মানসুরুল হক। তবে অভিনয় পেশাকে অব্যহতি জানিয়ে বর্তমান তিনি উপস্থাপন করছেন দেশের বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে। তার সঞ্চালনায় উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে- চ্যানেল আইতে প্রচারিত দুর্যোগ কথা, এটিএন বাংলায় প্রচারিত উন্নয়নের বাংলাদেশ, আরটিভিতে প্রচারিত 'দুর্নীতিকে না' প্রভৃতি।

কেন অভিনয় ছেড়ে উপস্থাপনায় এলেন? জানতে চাইলে মানসুরুল হক বলেন, ‘অভিনয় পেশায় প্রাণের টান খুঁজে না পেয়ে অভিনয় থেকে সরে এসেছি!’

মানসুরুল হকের সঞ্চালনায় চ্যানেল আইতে প্রচারিত ‘দুর্যোগ কথা’ অনুষ্ঠানের দৃশ্য

ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া মানসুর স্থানীয় অন্যদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে ঢাকার একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। এরপর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যোগদান করেছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। ২০০৫ সালে দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকিহ্রাস ব্যবস্থাপনা বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের একমাত্র ফেলো হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করলেও মানসুরের অভিনয়ের প্রতি দুর্বলতা ছিলো ছোটবেলা থেকেই। তাইতো ২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন। তবে আস্তে আস্তে দেশের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজটিই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হতে লাগলো। তাই এখন থেকে এই কাজেই তার পুরোটা সময় ও মেধা ব্যয় করতে চান।

মানসুরুল হক

অভিনয় থেকে সরে এসে মানসুর বর্তমানে সমাজদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে গণমাধ্যমের প্রয়োজনীয়তা ভিন্নভাবে অনুভব করেছেন। তাইতো দেশের বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে সঞ্চালনা করছেন প্রাকৃতিক, মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধ ও সচেতনতামুলক অনুষ্ঠানের। কাজ করছেন দুর্নীতি প্রতিরোধ, শিক্ষার প্রসার ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় জনগণকে ঐকবদ্ধও করতে।

মানসুর মনে করেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় মানুষ যেদিন ঐক্যবদ্ধ ভাবে নিজেরাই সচেতন হবে। সেদিনই তিনি জীবনের পরিপূর্ণ সার্থকতা খুঁজে পাবেন।

এ সম্পর্কিত আরও খবর