শোবিজের তারকারা শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। কেউ দেশের মধ্যে আবার কেউ কেউ দেশের বাইরে। এ সময়ের আলোচিত চার অভিনেত্রী আঁচল, বিপাশা কবির, অ্যানি খান এবং পাপিয়া এখন ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে ‘জার্নি‘ নামের এক ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
শুধু শুটিং নয় সেলফিতেও সরব দেখা গেছে তাদের। শুটিংয়ের ফাঁকে ইন্দোনেশিয়ায় আড্ডা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে একের পর এক ছবি ফেসবুকে পোস্ট করেছেন, আর দর্শকদের‘জার্নির’ আগাম বার্তার দিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (৫ ফেব্রয়ারি) বিপাশা কবির তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, ‘আওয়ার জার্নি।’
তার আগের দিন আঁচল তার ফেসবুকে ছবি দিয়ে ক্যাপশন হিসেবে লেখেন, ‘গুড মর্নিং ফ্রেন্ডস।’
তাদের ছবি পোস্টের মধ্য দিয়েই বোঝা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে ফাঁকে তারা বেশ মজার দিন কাটাচ্ছেন।
এদিকে ‘জার্নি’ ওয়েব সিরিজের নির্মাতা অনন্য মামুন সোমবার (৪ ফেব্রুয়ারি) তার ফেসবুকে মজার ছলে লেখেন, ‘একটা জঙ্গলে চারটা বাঘের সঙ্গে আপনি সংসার করতে পারবেন, কিন্তু একটা ইউনিটে চারটা নায়িকা থাকলে সংসার তো দূরের কথা জান বাঁচানো মুশকিল।’
ওয়েব সিরিজ ‘জার্নি’ তে আঁচল, বিপাশা কবিরের পাশাপাশি আরও অভিনয় করছেন ইমতু রাশিদ, সানজু জন, পাপিয়াসহ আরও অনেকে।