দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কাজের বাইরে খুব একটা পাওয়া যায় না তাকে। গণমাধ্যমেও কথা বলেন বেশ সচেতনভাবে। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ খোলামেলা কথা বলেন জনপ্রিয় এই তারকা।
দীর্ঘদিন ধরে সিঙ্গেলই আছেন বলে সব সময় জানান এই অভিনেত্রী। বিয়ে নিয়ে কোন পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি অকোপটে উত্তর দেন, ‘আমি আসলে জীবনে কিছুই পরিকল্পনা করে করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার, তাহলে হব। তবে এই মুহূর্তে তেমন কোন ইচ্ছে আমার নেই। কারণ আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি।’
তিনি যোগ করে আরও বলেন, ‘চারিদিকে যা দেখি তাতে মনে হয় বিয়ে নামক ইন্সটিউশনটা আসলে কতোটুকু কাজ করছে? আমি এই ইন্সটিটিউশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার আপাতত বিয়ের কোন পরিকল্পনা নেই।’
জয়া আহসানের কাছে বিয়ের চেয়ে পরিবার খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি মনে করেন পরিবার ছাড়া মানুষ একা বাঁচতে পারে না। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘পরিবার মানে তো শুধু স্বামী আর স্ত্রী নয়। পরিবারে আরও অনেকেই থাকেন। আমার পরিবারে মা আছেন, আমার বাড়িতে যারা কাজ করেন তারা আছেন, আমার চারপেয়ে পশু আছে। সব মিলিয়ে আমার সমৃদ্ধ পরিবার। তাদের প্রত্যেকের সঙ্গে সময় কাটানো আমি উপভোগ করি।’
দুই বাংলায় সমানতালে কাজ করার সুবাদে জয়াকে প্রায়ই একটি প্রশ্নের উত্তর দিতে হয়। আর সেটি হলো, দুই বাংলার কাজের ধরণে কোন পার্থক্য আছে কি না? এদিন এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের সাহসের কোন অভাব নেই। সেই বায়ান্ন থেকে একাত্তর, আমরা আসলে জাতিগতভাবেই খুব সাহসী। তাই ঢাল নেই তলোয়ার নেই, তারপরও আমরা ক্ষুদরামের মতো আমাদের অস্তিত্বটা জানান দিতে চাই। এই সাহস আছে বলেই আমরা আমাদের গল্পটা যে করেই হোক বলতে পারছি সিনেমার মাধ্যমে। কিন্তু ওপার বাংলায় সবাই একটু গুছিয়ে কাজ করে। কাজ শুরুর সময়েই তারা বুঝতে পারে শেষ পর্যন্ত কি হবে, কিভাবে হবে। আমাদের এখানেও যারা ভালো টিম, তারাও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন। বাকীটা একইভাবেই হয় দুই বাংলাতে। বাংলাদেশের কাজও সেখানে দারুণ সমাদৃত হচ্ছে।’
জয়া আরও বলেন, ‘আমি যখনই দেশের বাইরে কোন পুরস্কার পাই, মনে হয় এটা যতোটা না আমার অর্জন তার চেয়ে বেশি বাংলাদেশের অর্জন। এ বছরও ফিল্মফেয়ার পেয়েছি আমি। আমার সঙ্গে এবার আরও বেশ কজন বাংলাদেশি শিল্পীর মনোনয়ন ছিল। কেউ কেউ পুরস্কার পেয়েছে। এভাবেই এগিয়ে যেতে হবে। আমিও চেষ্টা করছি শিল্পী হিসেবে নিজের পরিধি বাড়াতে। আগে শুধু এখানে কাজ করতাম। এরপর কলকাতায় কাজ করেছি। মুম্বাইতেও কাজের অভিজ্ঞতা হয়েছে। আরও বড় পরিসরে কাজের সুযোগ আসলে সেখানেও নিজেকে এক্সপ্লোর করতে চাই।’