বাইকের ধাক্কায় পা ভাঙলেন প্রিয়াঙ্কা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:07:45

বাইকের ধাক্কায় পা ভেঙে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। আজ (৪ ডিসেম্বর) তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামের একটি ওয়েব সিরিজের শুট করছিলেন প্রিয়াঙ্কা সরকার ও অর্জুন চক্রবর্তী। আর সেই সময়ই সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। যার কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে।


এ ঘটনায় প্রিয়াঙ্কা-অর্জুন দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের কাছে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রিয়াঙ্কা পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। তার পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। যার জন্য তাকে করতে হবে অস্ত্রোপচার। তবে, অর্জুনকে রাতেই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।


কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে- যে বাইকটি শুটিং সেটের মধ্যে ঢুকে পড়েছিল তার চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাকে আটকের চেষ্টা করছেন তারা।

এ সম্পর্কিত আরও খবর