বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করার পর এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেলো অক্ষয় কুমার, অজয় দেবগণ ও রণবীর সিং অভিনীত ‘সূর্যবংশী’।
চার সপ্তাহ আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ‘সূর্যবংশী’। আজ (৩ ডিসেম্বর) নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়েছে রোহিত শেঠি পরিচালিত ছবিটি।
১০০ কোটি রুপি দিয়ে রোহিত শেঠি ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট থেকে ‘সূর্যবংশী’র ডিজিটাল স্বত্ত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। আগামী ৪ সপ্তাহ নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।
করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ আসায় ধীরে ধীরে খুলতে শুরু করেছেন ভারতের সিনেমা হলগুলো। আর ‘সূর্যবংশী’ প্রথম ছবি যা সিনেমা হলগুলোর খোলার পর মুক্তি দেওয়া হয়েছে।