মামা সালমানের হাত ধরে বলিউডে আলিজেহ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 09:00:24

সালমান খানের হাত ধরে এখনও পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অনেকেই। সেই তালিকায় সবশেষ যে নামটি সেটি হলো- বলিউডের এই সুপারস্টারের ছোট বোনের স্বামী আয়ুশ শর্মা।

চমকপ্রদ তথ্য হলো- এবার নিজের পরিবারের আরও এক সদস্যকে বলিউড ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছে চলেছেন সালমান খান। আর সেই নতুন সদস্যটি হলো- সালমানের ভাগ্নি আলিজেহ।


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আগামী মাসেই বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে ২১ বছর বয়সী আলিজেহ’র। একটি রোম্যান্টিক ড্রামাতে দেখা যাবে তাকে। আর সেটি প্রযোজনা করবেন মামা সালমান খান, বাবা অতুল, মা আলভিরা ও নিখিল নিমিত। তাই ভালোভাবেই বোঝা যাচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে তাকে প্রচারের ক্ষেত্রে অর্থের কোনও বাধা থাকবে না।

প্রকাশিত ওেই প্রতিবেদনে আরও জানা গেছে, গত দুই বছর ধরে অভিনয়, নাচ ও ড্রামার প্রশিক্ষণ নিচ্ছেন আলিজেহ। কিন্তু এখন আলিজেহ’র মামা সালমান খানের পাশাপাশি তারা বাবা-মায়েরও এটি মনে হচ্ছে যে, তাদের মেয়ে এখন এই ইন্ডাস্ট্রিতে অভিষেকের জন্য উপযুক্ত।


সবকিছু ঠিকঠাক থাকলে সালমান খান নিজেই তার ভাগ্নির বলিউড অভিষেকের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

সালমান খানের বোন আলভিরা ও আতুল অগ্নিহত্রি দম্পতির মেয়ে আলিজেহ অগ্নিহত্রি।

এ সম্পর্কিত আরও খবর