মাসুদ রানার ‘সুলতা’ হয়ে আসছেন মিম

সিনেমা, বিনোদন

বিনোদন রিপোর্ট, বার্তা ২৪.কম | 2023-09-01 19:47:31

কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’র ভারতীয় গুপ্তচর সুলতা রায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের সিলভার নাইনের যৌথ প্রযোজনায় ‘এমআর-নাইন’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর। এটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে।

সম্প্রতি আগে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তি সেরেছেন বলে জানান মিম। এর আগে এ চরিত্রে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম ঘোষণা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে শ্রদ্ধা সে সময় বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, “গত ২০ নভেম্বর প্রযোজক আব্দুল আজিজ ভাইসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। তখনই চুক্তিবদ্ধ হয়েছিলাম। চুক্তিবদ্ধ হওয়ার পর সুলতা চরিত্রের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে ফাইট অনুশীলন করতে হবে। উপন্যাসটিও অনেকবার পড়েছি। এই ছবির সঙ্গে হলিউডও জড়িত। অনেক বড় প্রজেক্ট। চরিত্রের লুক আনতে অনেক দিন থেকেই জিমে যাচ্ছি। সবমিলিয়ে কাজটির জন্য নিজেকে শক্তভাবে প্রস্তুত করছি।”

মহামারীর মধ্যে পরিস্থিতি অনুকূল থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির দিকে শুটিংয়ে যোগ দেবেন বলে জানান এ অভিনেত্রী।

‘ধ্বংস পাহাড়’ উপন্যাসের নায়িকা সুলতার বয়স ২৪ কি ২৫, বেড়ে ওঠা লাক্ষ্মৌ শহরে, বাবা উকিল। কলকাতার লেডি ব্রাবোর্ন থেকে স্নাতক শেষ করে ভারতের সিক্রেট সার্ভিসে যোগ দেন। চাকরি জীবনের দেড় বছরের মাথায় সাতদিনের বিশেষ প্রশিক্ষণ শেষে কলকাতা বর্ডার হয়ে হেলিকপ্টারে করে বাংলাদেশে পাঠানো হয় তাকে; জীবনের প্রথম অভিযানে নেমে তার সাক্ষাৎ হয় সিরিজের কেন্দ্রীয় চরিত্র মাসুদ রানার সঙ্গে। কপালে কুমকুমের লাল টিপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, খোঁপায় গোজা রজনীগন্ধা, পরনে কাতান শাড়ি, ডান হাতে এক গাছি চুড়ি আর বাম হাতে রোলগোল্ডের ঘড়িতে বাঙালি সাজে সিরিজে আর্বিভূত হয়েছেন সুলতা।

জানা গেছে, সিনেমাটিতে এবিএম সুমন ও মিম ছাড়া আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাজ্জাদ, সাঞ্জু জন, জেসিয়া, হলিউডের মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্ট প্রমুখ। প্রথম ধাপে চিত্রায়ন হবে বাংলাদেশে। এরপর এক সপ্তাহ বিরতি দিয়ে টানা ১৫ দিনের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

 

এ সম্পর্কিত আরও খবর