বলিউড ইন্ডাস্ট্রিতে এখন চলছে বিয়ের মৌসুম। রাজকুমার রাও-পত্রলেখা, আদিত্য শিল-আনুশকা রঞ্জনের পর এখন সকলেই অপেক্ষায় রয়েছেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল ও রণবীর-আলিয়ার বিয়ের। আর এরইমধ্যে শোনা যাচ্ছে- অভিনেত্রী সোনাক্ষি সিনহাও নাকি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক ও সেলেব্রিটি ম্যানেজার বান্টি সাজদেহকে বিয়ে করতে যাচ্ছেন সোনাক্ষি সিনহা। ইতিমধ্যে নাকি বিয়ের জন্য সম্মতিও প্রকাশ করেছেন বলিউডের এই অভিনেত্রী।
২০১২ সাল থেকে চলছে সোনাক্ষি সিনহা ও বান্টি সাজদেহর মন দেওয়া-নেওয়া। কিন্তু এই জুটিকে বহুবার বহু জায়গায় তাদের হাত হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেলেও কখনও প্রেমের কথা স্বীকার করেননি তারা।
চমকপ্রদ তথ্য হলো- বান্টি সালমান খানের খুব ঘনিষ্ঠ আত্মীয়। তাই খান পরিবারের সূত্রেই সোনাক্ষীর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে।
সালমানের ছোট ভাই সোহেল খানের শালা বান্টি। ‘দাবাং’ ছবির শুটিং চলাকালীনই সোনাক্ষি-বান্টির সম্পর্ক তৈরি হয়। ২০১৬ সালে শোনা গিয়েছিল তারা আলাদা হয়ে গিয়েছেন। তবে, পরে জানা যায় সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিয়েছেন তারা। একই সঙ্গে বান্টি বিরাট কোহলি ও যুবরাজ সিংয়ের খুব ভালো বন্ধু।